মিশু মল্লিক ॥
দ্রব্যমূল্য ও পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ রাঙামাটি বনরূপা, তবলছড়িসহ কয়েকটি বাজার পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন ও বাজার কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, পবিত্র রমজান মাসে যাতে বাজারে কোন প্রকার সিন্ডিকেট তৈরি হতে না পারে সে জন্য এই আগাম পরিদর্শন। বাজার ঘুরে সকল প্রকার পণ্যের স্বাভাবিক সরবরাহ ও সঠিক দাম দেখা গেছে। প্রতিটি দোকানে মূল্য তালিকাও ছিল। রমজানের আগে যাতে এ নিয়ম চলমান থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। পলিথিন ব্যবহার বন্ধেও তাদের অনুরোধ করা হয়েছে। আজকের পর হতে পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
রমজান উপলক্ষে বাজারে যাতে কোন সিন্ডিকেট গড়ে ওঠতে না পারে সে ব্যাপারে পুলিশি তৎপরাতা বৃদ্ধি করা হবে জানিয়েছেন পুলিশ সুপার।