জিয়াউল জিয়া
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই স্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মেশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ প্রমুখ।
আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়। একই সাথে কোন ব্যবসায়ীদের আইন সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা আরও বলেন, অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়, এখানে যেন কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম না হয় এবং গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। ব্যবসায়ীরা যাতে মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বিক্রি না করে এবং এর দ্বারা কোন ভোক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে সচেতনার বিকল্প নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ মেশারফ হোসেন খান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে জিহাদ ঘোষণা করতে হচ্ছে। ব্যবসায়ীদের নৈতিকতার পরিবর্তন না আসে তাহলে কোনভাবেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা চাই ভোক্তারা যেন নিরাপদ খাদ্য কিনতে পারেন। সবাই মিলে কাজ করছি বলেই, এখনো কিছু নিয়ন্ত্রণ রয়েছে।