বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে খ্রিষ্টান রাষ্ট্রগঠনের অপপ্রচার ও ধর্মীয় উস্কানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে খ্রিষ্টান যুব ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় জনগোষ্ঠীর নেতা জন ত্রিপুরা, লেলুং খুমী, দীনেন্দ্র ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজার লম বম প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সবসময় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে। খ্রিষ্টান মিশনারি ও দাতা সংস্থাগুলো শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নমূলক কাজ করে থাকে, ধর্মান্তর করাই তাদের উদ্দেশ্য নয়।
স্থানীয় জনগোষ্ঠীর নেতা জন ত্রিপুরা বলেন, ত্রিপুরা ও বম জনগোষ্ঠীর মানুষ শত শত বছর ধরে খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাই তাদের ‘নতুন করে খ্রিষ্টান বানানোর’ অপপ্রচার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ধর্মকে ঘিরে উস্কানিমূলক বার্তা দেওয়া বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ১২ জন বিদেশি নাগরিক বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান এবং সেখানে ধর্মীয় সভার আয়োজন করেছেন, এমন অভিযোগে হোটেলটি ঘেরাও করে পার্বত্য নাগরিক পরিষদ নামের একটি সংগঠন। সংগঠনটি জানায়, বিদেশি নাগরিকরা বান্দরবানে তাদের ভ্রমণের অনুমতির শর্ত লঙ্ঘন করে ধর্মীয় প্রচারণা চালাচ্ছিলেন। পরে প্রতিবাদের মুখে তারা হোটেল ত্যাগ করেন এবং চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে বান্দরবান ত্যাগ করেন।

