নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ষণ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি ধর্ষক আব্দুর রহিমকে বিদ্যালয় হতে স্থায়ী অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা সদরের শহিদ মিনার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কল্যাণ প্রিয় চাকমা, দশম শ্রেণির শিক্ষার্থী লিটু চাকমা প্রমুখ।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর অত্র বিদ্যালয় হতে এসএসসি পাশকরা শিক্ষার্থীকে ছাত্রাবাসে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিক্ষার্থীর মা বাদী হয়ে লংগদু থানায় মামলা করলে আদালতে আত্মসমর্পণ করে ধর্ষক আব্দুর রহিম। আদালত গত ২৯ নভেম্বর ২০২২ সালে আব্দুর রহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং দশ লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তীতে উচ্চ আদালতে ধর্ষিতা ওই শিক্ষার্থীকে বিয়ে করার ভুয়া কাগজপত্র দাখিল করে ২১ জুন ২০২৩ তারিখে তিন মাসের জন্য অন্তর্বর্তী জামিন পান আসামি আব্দুর রহিম। এবং ২২ জুন থেকে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া শুরু করেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দন্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে যোগসাজশ করে প্রধান শিক্ষকের পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে চলেছেন আব্দুর রহিম। যা কোমলমতি শিক্ষার্থীদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রীদের পড়ালেখার জন্য পাঠানো নিয়েও অভিভাবকদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবক সমাজ।
বক্তারা আরো বলেন, দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে একজন ধর্ষককে এখনো বিদ্যালয়ের মতো পবিত্র প্রতিষ্ঠানে বহাল রেখে বিদ্যালয় পরিচালনা কমিটিও অপরাধ করেছে। অনতিবিলম্বে এই ধর্ষক শিক্ষককে স্থায়ী অপসারণ করার জন্য শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। পাশাপাশি আজকের পর থেকে প্রধান শিক্ষকের স্থায়ী অপসারণ না করা পর্যন্ত বিদ্যালয় বর্জনের ঘোষনা দেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক রাঙামাটি বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়, রেংকাজ্যা উচ্চ বিদ্যালয়, ডানে লংগদু নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, লংগদু সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরাসহ অভিভাবক ও যুব সামাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।