জিয়াউল জিয়া ॥
সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, সহিংসতা নিপীড়ন বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শনিবার সকালে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে রাঙামাটি জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা ও পৌর শাখা এবং বাংলাদেশ মহিলা পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামীম আরা বেগম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, মহিলা নেত্রী শাহেদা আক্তার, মিনারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ৫ অগস্টে পটপরিবর্তনের পর যে নতুন স্বপ্ন দেখা হয়েছিলো সাত পর সেই স্বপ্ন যে দিন দিন লুটিয়ে পড়তে শুরু করেছে। সরকার পরিবর্তনের আন্দোলনে নারী মাঠে ছিলো। আর এখন একটি কুচক্রি মহল নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। এখন নারীরা ঘরে ও ঘরের বাহিরে কোথায় নিরাপদ না। এভাবে চলতে থাকলে নারীরা অনেক পিছিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, গত তিন মাস ধরে যেভাবে শিশু ও নারী নিপীড়ন বেড়ে যাচ্ছে তা সকলের জন্য উদ্বেগ জনক। মাগুরার ঘটনার পরও সারা দেশে শিশু ও নারী নিপীড়ন বন্ধ হয়নি। বন্ধ হয়নি পরুষ শিশু নির্যাতন। এসব নির্যাতন বন্ধে কঠোর আইনের প্রয়োগ করা প্রয়োজন। দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।