নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে সাত ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। অজগরটির ওজন আট কেজি।
রোববার(১৭ নভেম্বর) সকালে অজগরটি অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের কর্মকর্তা ও ডরষফষরভব ধহফ ংহধশব ৎবংপঁব ঃবধস রহ ইধহমষধফবংয (ডঝজঞইউ) সদস্যগণ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন জানান, গতকাল শনিবার(১৬ নভেম্বর) রাতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএমের ১নং গেইটে অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা ডরষফষরভব ধহফ ংহধশব ৎবংপঁব ঃবধস রহ ইধহমষধফবংয (ডঝজঞইউ) সদস্যদের খবর দেয়। পরে রেসকিউ টিমের সদস্য ইমরান হোসেন ইমন ও হামিদুল ইসলাম ফাহিম এসে সাপটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত অজগরটিকে তারা বন বিভাগের কাছে হস্তান্তর করে।
পরে আজ(রোববার) সকাল ১১টায় অজরগটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
এসময় রেঞ্জ কর্মকর্তা আরো বলেন, বন্য প্রাণীকে কেউ লোকালয়ে দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ কিংবা রেসকিউ টিমকে খবর দিলে তারা এসে বন্য প্রাণী উদ্ধার করবে। কেউ যাতে বন্য প্রাণীকে আঘাত না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।