মিশু মল্লিক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ সকল নতুন নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি শহর শাখা।
মঙ্গলবার বিকেলে আলম ডক ইয়ার্ড থেকে মিছিল শুরু হয়ে শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম, পৌর যুবদলের সদস্য সচিব কামাল হোসেন, সদর থানার সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সিরাজ, সদস্য সচিব মোহাম্মদ আলীসহ প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে রাঙামাটি পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ সকল নতুন নেতৃবৃন্দদের রাঙামাটি শহর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। আজ পুরো দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছে। তাদের দাবি যৌক্তিক দাবি। সরকার আজ পুরো দেশের শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করে ফেলেছে। অবিলম্বে ছাত্র সমাজের দাবি মেনে নেয়ার আহবান জানান তিনি।
নতুন কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল রাঙামাটি শহর যুবদলের
Previous Articleদেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.