জাকির হোসেন, দীঘিনালা
জেলার দীঘিনালায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড, জনস্বার্থে প্রয়োজনীয় সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়।
সকলের কথা শুনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, ‘সরকারের ভিশন অনুযায়ী প্রতিশ্রæত উন্নয়ন কাজ সরকার করে যাচ্ছে। চলমান উন্নয়নের ধারা অনুযায়ী জনস্বার্থে স্থানীয়দের চাওয়া গুলো এমনিতেই পূরন হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড বর্তমানে সকল বিষয়ের মর্ধে তিনটি বিষয়কে অধিক গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে। তা হলো, মানসম্মত শিক্ষা, জীবন মানের উন্নয়ন বা মান সম্মত জীবন-জীবিকা এবং বৈশ্বিক পরিবর্তনের বিষয়টি গুরুত্ব দিয়ে এর মোকাবেলা করে জীবন যাপনের ব্যাবস্থা।’
সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়ের পানির বড় উৎস নদী, ঝিরি, ঝর্ণাকে পুনরুজ্জীবিত করা এবং এ উৎসগুলোকে টিকিয়ে রাখার জন্য সকলকে গুরুত্ব দিতে হবে। এছাড়া জীবিকার জন্য শুধু চাকুরীমুখি না হয়ে উপার্জনমুখি হতে হবে। কোন পেশাকে ছোট করে না দেখে উপার্জনের দিকে মনোযোগী হলেই অর্থনৈতিক উন্নয়ন আসবে।’
সভায় সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন কার্মকান্ড এবং প্রয়োজনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম। সমৃদ্ধ দীঘিনালা হিসেবে উপজেলার সার্বিক বিষয় জানিয়ে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলি, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মো. মাইন উদ্দিন, বোয়ালখালি (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমা, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়–য়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানজ্যোতি চাকমা, মৌজা প্রধান (হেডম্যান) ত্রিদিব রায় পোমাং, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু ও ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।