রোববার রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতিসংঘের পরিবার পরিকল্পনা সংস্থা (ইউএনএফপিএ) এর এমএনএইচআই প্রকল্পের অধীনে নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ে করণীয় বিষয়ে রাঙামাটি জেলা পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সুপ্রিয় বড়–য়া, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, রাঙামাটি চেম্বারের এম,এ, কাসেম সভায় আলোচনায় অংশ নেন।
সভায় কর্মসূচি সম্পর্কে ধারণা উপস্থাপন করেন ইউএনএফপিএ এর এমএনএইচআই প্রকল্পের রাঙামাটি জেলার ফিল্ড ডিস্ট্রিক্ট অফিসার ডাঃ হেলেন চাকমা।
সভায় জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলায় নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারি বিদ্যমান সেবা কার্যক্রমের পাশাপাশি আগামী দেড় বছরের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে উপজেলা ও জেলা পর্যায়ে মা ও শিশুর সেবা নিশ্চিতকরণের পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় পরিপূর্ণ সেবা দেয়া সহজ হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।