নিজস্ব প্রতিবেদক, রামগড়
খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন রামগড় পৌরসভা।
মঙ্গলবার বেলা ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র মো. রফিকুল আলম। এ সময় দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি এবং প্রথমবারের মতো নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলাকে পৌরসভার পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করে নেন পৌর মেয়র সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার, পৌরসভার ইঞ্জিনিয়ার, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।