নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়িস্থ জেলা পরিষদের রেস্ট হাউস হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. ফজলে এলাহী ভূঁইয়া বলেছেন- দরিদ্র মানুষ যারা কোনো মামলায় জড়িয়ে পড়লে আর্থিক অসঙ্গতির কারণে তিনি মামলা পরিচালনা করতে ব্যর্থ হলে সরকারিভাবে তাকে বিনামূল্যে আইন সহায়তা দেয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আইনজীবী নিয়োগ দিয়ে ওই ব্যক্তিকে আইনি সহযোগিতা করে থাকে। তৃণমূল মানুষের কাছে সরকারের এ ধরনের সহযোগিতার কথা পৌঁছে দিতে হবে।
বান্দরবান জেলা দায়রা সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড কমিটির অফিসার রোকেয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক, মোহাম্মদ নাজমুল হোসাইন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি শামসুদ্দিন মুহাম্মদ রেজা, কৃষি কর্মকর্তা এনামুল হক, অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যা, ইমাম-শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিউল্লাহকে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মাকে সেক্রেটারী করে নাইক্ষ্যংছড়ি উপজেলা লিগ্যল এইড কমিটি ঘোষণা করা হয়।