নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে বিজিবি’র এক সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে হত্য করলো অজ্ঞাত সন্ত্রাসীরা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি জানান ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল এবং কী কারণে ঘটানো হয়েছে তা জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আর অন্যদিকে ৩৪ বিজিবি কক্সবাজার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও নিশ্চিত করা হয়। নিহত সোর্স নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র জহুরুল আলম (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানাযায়, ১৩ মে শনিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় ঘুমধুম সীমান্তের ৩৩ পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যান্তরে চিকন পাতা বাগান নামক স্থানে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ ঘুমধুম বিওপির সোর্স (ইনফর্মার)জহুরুল আলম (৩৫) কে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বিজ্ঞপ্তিতে আরও জানান, আসন্ন মোখা ঘূর্ণিঝড়ের ভয়াবহ আশংকার পূর্বাভাসের কারণে ওই সময় বিজিবির কোন টহল সেখানে ছিলো না।সেই সুযোগে সন্ত্রাসীরা বিজিবি সোর্স জহুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হয়েছে। শনিবার সকাল ৬টায় এলাকার লোকজনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণের সহযোগিতায় দ্রুত কুতুপালং এমন,এস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।