বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামছড়ি সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতের নাম
আরাফাতুর রহমান (২২)। রোববার (২২ জুন) সকালে সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে মিয়ানমারের চোরাই পন্য আনতে যায় চোরাকারবারি চক্রের সদস্যরা। এসময় সীমান্তের শূন্যরেখায় কাঁটাতার ঘেঁষে পৌছালে মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়। এতে চোরাকারবারি চক্রের সদস্য আরাফাতুর রহমানের বাম পায়ের নিচের অংশ উড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছি।
আহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাপমারাঝিরি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবককে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। সীমান্ত পথে অবৈধভাবে মিয়ানমার থেকে পণ্য আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। সীমান্তের বিভিন্ন পথে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে।