নিজস্ব প্রতিবেদক
নাটকের মানুষ ছিলেন তিনি। তাই তারই রচিত টেলিফিল্ম পুনপ্রদর্শনী করে তাকেই স্মরণ করবেন রাঙামাটির নতুন প্রজন্মের নাট্যকর্মী ও সংস্কৃতিজনরা ।
পার্বত্য চট্টগ্রামের নাট্যাঙ্গন ও সংস্কৃতি জগতের পুরোধা ব্যক্তি প্রয়াত রনজিত মিত্রের স্মরণে ২৮ অক্টোবর বিকাল চারটায় রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটে ‘যৌতুক একটি অভিশাপ’ নামের ২০ বছর আগের পুরনো টেলিফিল্ম,যার পরিচালক ছিলেন আরেক বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর গুর্খা, নতুন করে প্রদর্শীত হবে।
রঞ্জিত কুমার মিত্রের সাবেক ছাত্রছাত্রী ও পার্বত্য এই জেলার সংস্কৃতি অঙ্গণের চেনা সব মানুষের উদ্যোগে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউট ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
টেলিফিল্ম প্রদর্শনীর পাশাপাশি,রঞ্জিত কুমার মিত্রকে স্মরণ করবেন তার সুহৃদরা। ‘স্মৃতিকথা’ শিরোনামের এই আয়োজনটি সম্পর্কে আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও নাট্যজন সোহেল রানা বলেন, ‘প্রয়াত রঞ্জিত মিত্র স্যার ছিলেন পার্বত্য এই জেলার নাটকের অন্যতম এক প্রাণপুরুষ। তার নির্দেশনায় ও পরিচর্যায় অজ¯্র নাট্যকর্মী,সংষ্কৃতিকর্মী তৈরি হয়েছে। আমরা তাই তাকে ম্মরণ করতেই ছোট্ট এই আয়োজনটি করেছি। আশা করছি সবাই উপস্থিত থেকে পুরো উদ্যোগে প্রণোদনা যোগাবে।’