বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহারের নর-নারীরা সমাবেতন হয়। পরে পঞ্চশীল, অষ্টশীলসহ দায়ক- দায়িকাদের উদ্দ্যশ্যে ধর্ম দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত কেতু মহাথেরো।
এদিকে সকাল থেকে বিহারগুলোতে বুদ্ধ উদ্দেশ্যে মধু পাশাপাশি ফলমুল, পায়েস,অর্থ ও ছোয়াইং (আহার) দান করেন নর-নারীরা। সে সময় তারা বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে।
প্রসঙ্গত, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।