বান্দরবান প্রতিনিধি
নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছ। আজ বুধবার সকাল পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মামুন। পরে দিবসকে ঘিরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাহাড়ের এগারোটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমন্বয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। এদিকে পর্যটন দিবস উপলক্ষে ভোরে ৫ টায় বান্দরবান সদরের হলুদিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে রাজারমাঠ পর্যন্ত ১১ কিলোমিটারে মিনি ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নেন ৫৪ জন ক্রীড়ামোদি। এদিকে সন্ধ্যায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।