বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্নিমা উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার আষাঢ়ী পূর্ণিমা’কে ঘিরে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় রাজবিহার, স্বর্নমন্দির বিহার, রামজাদী বিহার, কানাপাড়া বুদ্ধিস ট্যাম্পল বিহার, সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহার’সহ পাহাড়ী পল্লীগুলোতে বৌদ্ধ বিহারগুলো সেজেঁছে বর্নিল সাজে। সকাল থেকেই বৌদ্ধ ধর্মালম্বী মারমা, চাকমা, ত ঙ্গ্যা, খুমী, ম্রো, ত্রিপুরা, লুসাই, বম, খিয়াং, চাকমা, চাক সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুন-তরুনী, শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ের বিহারগুলো। ধর্মীয় প্রার্থনা, বৌদ্ধ ধর্মীয় নেতা ভিক্ষু’দের (ভান্তে) খাবার, ছোয়াইং, চিবরদান, নগদ টাকা, গুরু ভক্তি, প্রদ্বীপ প্রজ্জলন’সহ বিভিন্ন ধরণের সামগ্রি দান করছেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
বৌদ্ধ ধর্মীয়নেতা শীলজ্যোতি বড়ুয়া বলেন, আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে ৩মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মাধ্যমে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার। পূর্ণিমার এই তিথিতেই বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ হয়েছিল।