তৃতীয় ধাপে রাঙামাটির দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে লংগদু উপজেলায় কেন্দ্র রয়েছে ২৩ টি, ভোট কক্ষ ১৬১টি এবং মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ২৬৩ জন।
নির্বাচনে লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন।
নানিয়ারচর উপজেলায় ভোট কেন্দ্র ১৪টি, ভোট কক্ষ ১১৮টি, এবং মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ৬৮৯ জন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।