নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দিশানপাড়া এলাকায় নানিয়ারচর জোনের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
নিরাপত্তা বাহিনীর তথ্যসূত্র জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নানিয়ারচর জোন ও নানিয়ারচর থানার যৌথ অভিযানে দিশানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার মনিশ চাকমা (৪০) কে আটক করা হয়।
যৌথ বাহিনীর অভিযানের তাৎপরতার টের পেয়ে নিকটস্থ একটি গৃহে আত্মগোপন করে সে। এসময় তার কাছ থেকে ইউএসএ এর তৈরি ৩১৫ বোর রাইফেল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড অ্যামুনিশন এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আটক মনিশ চাকমাসহ উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানায়, যৌথ অভিযানে আটক মনিশ চাকমার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে চালান করা হয়েছে।