মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
রাঙামাটি – খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের ঘিলাছড়ি রাবার বাগান এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কাউখালী উপজেলার বেতছড়ির বাসিন্দা বাবুল বড়ুয়ার ছেলে স্বপন বড়ুয়া (৩৫)নামের একজন মারা গিয়েছে।
১৮ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় আম বোঝাই করে পিক আপ রওনা পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ১৫০ ফুট নীচে পড়ে যায়, এতে চালক স্বপন গুরুতর আহত হন। পিকআপের হেলপার কামরুল ইসলাম তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান স্বপন।
এবিষয়ে নানিয়ারচর থানার (ওসি) তদন্ত কর্মকর্তা মুন্সী আনিসুর রহমান জানান,দূর্ঘটনা ঘটার খবর জানতে পেয়ে আমাদের একটি টিম ঘটনা স্থলে উদ্ধারের জন্য পাঠানো হয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি দূর্ঘটনা কবলিত পিকআপের হেলপার কামরুল ইসলাম তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করে, রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ হয়েছে।