নানিয়ারচর প্রতিনিধি
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর পানি বেড়ে প্রায় তিনশ’ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত এক হাজার পরিবার।
স্থানীয়রা জানান, টানা বর্ষণের পর কয়েক দিন বৃষ্টি হয়নি, তারপরও পানি কমে যায়নি। এদিকে এই কয়েকদিন ধরে থেমে থেমে রাতের বেলা বৃষ্টিপাত হচ্ছে।
রবিবার উপজেলার নানিয়ারচর পুরাতন বাজার এলাকা, বামফিল্যান্ড এলাকা, বুড়িঘাটে বসতঘর ও দোকানগুলোতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে ঘরবাড়ি এবং ঘরের মাটি।
পানিবন্দি পুরাতন বাজার গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে আমরা পানিবন্দি। সারারাত মুষলধারে ভারী বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে যায়। বসত ঘরের ভিতরে পানি উঠেছে। হাঁস, মুরগি পানিতে ভেসে গেছে।