নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও লিডারশীপ টু এনসিউর এডিকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে এই সভার আয়োজন হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. শাহরিয়ার মুক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় নানিয়ারচর লীন প্রকল্পের রাঙামাটি জেলার পরিদর্শন কর্মকর্তা প্রজ্ঞা শুভ চাকমা ও লীন প্রকল্পের নানিয়ারচর উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।