নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত গণশুনাননি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মো. জুনাইদ।
এসময় প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিশদ আলোচনা করেন। এসময়ে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আইনি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও পরামর্শ প্রদান করেন তিনি।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুক্তারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান, থানার ওসি, উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি ও নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিল।