মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এই শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শাহরিয়ার মুক্তার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রিপন দাশের পরিচালনায় বক্তব্য রাখেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় ক্রীড়া সংগঠক আবুল বশর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নারায়ণ সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিল।
শোক সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।