নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
নারায়ণগঞ্জ থেকে কাঠ কিনতে এসে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। পরে অভিযান চালিয়ে ভিকটিমসহ দুই অপহরণকারীদের আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এই বিষয়ে প্রেস ব্রিফিং এ বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি বলেন, গত ২৯ মার্চ নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালায় আমিনুল হক ভাসানী(৭০) নামে ব্যবসায়ী কাঠ কিনতে আসেন। দীঘিনালার বোয়ালখালি নামক এলাকায় কাঠ ব্যবসায়ীর খোঁজখবর নেয়ার সময় দুই ব্যক্তি বাগান দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে জামতলী বাঙালি পাড়ার একটি সেগুন বাগানে নিয়ে আরো পাঁচজন অজ্ঞাত ব্যক্তি মিলে আমিনুলকে আটক রেখে মারধর করে। পরে ভিকটিমের মেয়ের নাম্বারে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযানে নেমে দীঘিনালার জামতলীর দুর্গম পাহাড় থেকে ভিকটিম আমিনুলকে উদ্ধার করে। আটক করা হয় অপহরণের মূল হোতা রাকিব হোসেন(২৮) ও মো. শহিদুল হোসেনকে।
আসামিদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।