কাউখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এতে সহযোগীতা করে সিএইচটিডিএফ-ইউএনডিপি, সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, সাস, গ্রীণ হিল,আরএইচস্টেপ। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে। রোববার সকালে কাউখালী উপজেলা পরিষদ কার্যলয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বটতলা পর্যন্ত গিয়ে আবার উপজেলা মিলনায়তন চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনাতনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী, সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার।
বক্তারা বলেন, অধিকার কেউ কাউকে দেয়না, অধিকার আদায় করে নিতে হয়। স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর সম্মান ও শ্রদ্ধা থাকলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়। তাই নারী ও পুরুষের প্রত্যেককে এক অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখাতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ নীলু কান্তি বড়–য়া, সুপ্র রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো: ওমর ফারুক, সাস’র নির্বাহী পরিচালক ললিত সি চাকমা, গ্রীণ হিল’র কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সীমা তংচঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ।
‘নারী ও পুরুষকে এক অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখাতে হবে’
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleনতুন আঙ্গিকে সাজছে রাঙামাটি শহর
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.