বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপরে হামলা-নাশকতা মামলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে আদালতের নির্দেশে আরেকটি মামলায় ফের একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কোর্ট ইন্সপেক্টর রেজাউল করীম মজুমদার জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুটি মামলায় একদিন করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিল সোমবার। মঙ্গলবার একটি মামলায় একদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপনের পর দ্বিতীয় মামলায় কারাগার থেকে বুধবার ফের একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত ২৫ মার্চ ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারের পরের দিন গত ২৬ মার্চ বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা তুজ জোহরা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত আসামি লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর, হামলাসহ ৫টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন’সহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।