ইয়াছিন রানা সোহেল
অকালে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ওমর ফারুক মুছা। রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা ওমর ফারুক মুছা, দীর্ঘ তিন দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক ভাই ও ৭ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পিতা মো. আলী ও মাতা ফরিদা বেগমের ২ ছেলে ও ৭ মেয়ের মধ্যে মুছা ছিলেন সবার বড়। তিনি লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও রাঙামাটি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
মাধ্যমিক পাশ করার পর দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দুর্গম পার্বত্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা সত্ত্বেও সাংবাদিকতার মত কঠিন পেশাকে তিনি বেছে নিয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের লংগদু প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর লংগদু সংবাদদাতা হিসেবেও কাজ করেছিলেন। এছাড়াও ২০১৩ সাল থেকে অনলাইন দৈনিক পাহাড়২৪ ডটকম ও ২০১৫ সাল থেকে দৈনিক পার্বত্য চট্টগ্রাম লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন।
তিনি বিগত এক বছর যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। সাংবাদিক মুছা ব্যক্তিগতভাবে নির্লোভ ও নির্মোহ ব্যক্তি ছিলেন।
তাঁর মৃত্যুতে পার্বত্য তিন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি শোক জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুতে শোক জানান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টি ফোর ডট কম এর নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক মুছার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টি ফোর ডট কম পরিবার।
সাংবাদিক মুছা’র মৃত্যুতে কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ দীঘিনালার সকল সংবাদকর্মীগণ তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।