কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলী পাড়া ছড়া থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ মৌমিতা তঞ্চঙ্গ্যার লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সংলগ্ন পাগলি পাড়া ছড়ার শেষ অংশে লাশটি পাওয়া গেছে।
এর আগে গত মঙ্গলবার প্রবল বর্ষণে ওয়াগ্গা ইউনিয়ন এর পাগলি পাড়া এলাকার ছড়াটি পার হতে গিয়ে নিখোঁজ হয় ওই গৃহবধূ। তার স্বামী সুরেশ তঞ্চঙ্গ্যা স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গত বুধবার থানায় হারানো ডায়েরি করেছে। তিনি স্ত্রীর লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে এসে স্ত্রীকে মৃত অবস্থায় পেয়েছেন।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাসীষ সানা জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ছড়াতে নিখোঁজ হওয়ার পানি কমায় লাশটি কিছু দূরে এসে ভেসে উঠেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।