মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইবার টুর্নামেন্টের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে তাঁর নিজ উপজেলা নানিয়ারচরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার নানিয়ারচর উপজেলা অডিটোরিয়ামে কৃতী এই ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয় নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থা।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিনুল এহসান খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেয় নানিয়ারচর জোন ১৭ বেঙ্গলের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো. সারোয়ার কামাল। এসময় রূপনার চাকমা’র মা কালাসোনা চাকমা উপস্থিত ছিলেন।
এসময় ফুটবলার রূপনা চাকমা বলেন, ছোটবেলাতে ছেলেদের সাথে ফুটবল খেলতাম। তাদের সাথে ফুটবল খেলতে খেলতে এক সময় বঙ্গমাতা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছি। এভাবে ধীরে ধীরে ফুটবলের সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। ভবিষ্যতেও যাতে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে সেজন্য ফুটবলার রূপনা চাকমা সকলের আশীর্বাদ চেয়েছেন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিনুল এহসান খান ফুটবলার রূপনা চাকমাকে সংবর্ধনা দিতে পেরে আনন্দিত ও গর্বিত জানিয়ে বলেন, রূপনা চাকমার কৃতিত্ব এই এলাকার জন্য সম্মানের। নারী ফুটবলাররা যাতে সামনে আরো এগিয়ে যেতে পারে সেজন্য উপজেলা ক্রীড়া সংস্থা তাদের পাশে থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলা ভূঁইয়াদাম গ্রামে।