বিশেষ প্রতিবেদক, বান্দরবান
পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজারফান্ডের প্লটের জমি রেজিস্ট্রেশন ও বন্ধকি রেখে ঋণ গ্রহণ প্রক্রিয়া চালু এবং জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য জমি নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই দাবিতে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন নেতৃবৃন্দ। রোববার সকালে বান্দরবান শহরের জাফরান রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি আবদুস শুক্কুর, মো: আলম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, হঠাৎ করেই ২০১৯ সাল থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজারফান্ডের প্লটের জমি রেজিস্ট্রেশন ও বন্ধকি রেখে ঋণ গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এতে করে ঋণ সুবিধা না পাওয়ায় তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ মৌজার জমির বিপরীতে পাহাড়িরা সবধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। এটি পরিকল্পিত বৈষম্য তৈরি করেছে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যরা। তিনি আরও বলেন, জেলায় সবধরনের অবকাঠামো নির্মাণের জন্য জমি রয়েছে। কিন্তু নানা অজুহাতে জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য জমি নির্ধারণ করছে না সংশ্লিষ্টরা। দ্রুত বাজারফান্ডের জমি বন্ধকি রেখে ঋণ কার্যক্রম চালু এবং জেলা মডেল মসজিদের জন্য জায়গা নির্ধারণের দাবি জানাচ্ছি।
এছাড়া পার্বত্য জেলা পরিষদের অধিনে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা’সহ বিভিন্ন বিভাগে চাকরীর নিয়োগে বৈষম্য বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি।