নিজস্ব প্রতিবেদক
ঘুর্নিঝড় ‘হামুন’র ভয় কেটে যাওয়ায়,কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রচার করেছিলো তারা। বুধবার বিকেলে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে ইতোপূর্বে অনির্দিষ্ট সময়কালের জন্য জারি করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ প্রবল ঘৃর্নিঝড় ‘হামুন’র প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধের জারিকৃত জরুরী বিজ্ঞপ্তি এতদ্বারা প্রত্যাহার করা হলো।
বুধবার বিকাল ৫ টা থেকে নৌযানসমূহ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।’
এর আগে মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে ‘হামুন’র কারণে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলো প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনা প্রত্যাহারের পর কাপ্তাই হ্রদে নৌ চলাচল শুরু হয়েছে।