নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাঙামাটি থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার।
পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নির্বাচন না করার,তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব। আমি এখন ঢাকায় আছি,কাল ফিরে আইন অনুসারে প্রত্যাহারের আবেদন করব।
কেনো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। সেই মোতাবেক আমি আমার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করব।
তবে নাম প্রকাশ না করার শর্তে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একাধিক নেতা পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নির্বাচনের পরিবেশ না থাকা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিসহ বেশ কিছু কারণে আগেই নির্বাচন না করার সিদ্ধান্ত ছিলো দলটির। তবুও নির্বাচনের পরিবেশ বদলাতে পারে এমন আশায় মনোনয়ন নিয়েছিলেন দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। কিন্তু পরিস্থিতি না বদলানোয় আগের সিদ্ধান্তেই ফিরে যান তারা। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবেনা বলে নিজেদের শঙ্কার কথা বলেছেন তারা।
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪,২০১৮ সালের নির্বাচনেও নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলো তিনিই। ২০১৪ সালে তিনি নির্বাচিতও হন। এইবার নৌকার সাথে এই প্রার্থীর জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছিলেন স্থানীয় ভোটাররা। তবে ঊষাতন সরে গেলে একেবারেই একপেশে ও প্রাণহীন নির্বাচনের শংকা দেখা দিয়েছে। তিনি সরে গেলে প্রার্থী হিসেবে মাঠে থাকবেন জাতীয় পার্টির হারুন মাতব্বর,সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মোঃ মিজানুর রহমান।