নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা হর্টিকালচার সেন্টারের মিলনায়তন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
এ সময় উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হেডম্যান কারবারিদের নিয়ে আসন্ন সাত জানুয়ারি নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশদ আলোচনা করা হয়।