দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকর্মী (ইউপডিএফ, প্রসিত) শিমুল চাকমা (২৭)। ঘটনার সংবাদ পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ খোঁজে না পেয়ে সন্ধ্যার পর ফেরত আসে। স্থানীয়দের দাবী, ঘটনার পর পর লাশটি সরিয়ে নেওয়া হয়। এর পর রাত সাড়ে ৯টার দিকে লাশ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন নিহতের স্ত্রী। তখন হাসপাতালে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন আর ময়না তদন্তের জন্য লাশ রেখে নিহতের স্ত্রী মিটেনা চাকমা (২৭) বাড়ি ফিড়ে যান।
মিটেনা চাকমা জানান, সন্ধার দিকে অজ্ঞাত একটি নাম্বার থেকে তাঁকে ফোন দিয়ে স্বামীর লাশ নিয়ে যেতে বলা হয়। এর পর তিনি গিয়ে স্বামির লাশ নিয়ে হাসপাতালে আসেন। মিটেনার দাবী, আগে থেকে উঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁর স্বামিকে গুলি করে হত্যা করেছে।
হাসপাতালের কর্তব্যরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, হাসপাতালে পৌছানোর অনেক আগেই শিমুলের মৃত্যু হয়েছে। নিহতের বুকে, কোমড়ে ও হাতে গুলির চিহ্ন রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
ঘটনাটি উপজেলার দীঘিনালা ইউনিয়নের দূর্গম পুকুরঘাট এলাকায়। নিহত শিমুল কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩টার দিকে হটাৎ গুলির শব্দে আতংক ছড়িয়ে পড়ে এলাকাবাসির মধ্যে। এর কিছুক্ষন পর একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এর পর আবারো শোনা যায় গুলির শব্দ। এক পর্যায়ে নিহতের লাশ নিজ দলের লোকেরা নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর প্রতিপক্ষের গুলির কারণে আবারো লাশ ফেলে যায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কন্ঠকে জানান, নিহত শিমুলের বাড়ি কৃপাপুর এলাকায়। ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়েছিল। কিন্তু লাশ কেন পাওয়া যায়নি তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে, ঘটনার পর পর ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়া নেওয়া হয়েছিল বলেও জানান চেয়ারম্যান।
নিহত স্বামীর ‘নিখোঁজ’ লাশ নিয়ে হাসপাতালে এলেন স্ত্রী !
Previous Articleমহালছড়িতে ঈদ উপহার বিতরণ সেনাবাহিনীর
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.