জিয়াউল জিয়া
মুগ্ধতার সড়ক পরিচয়েই দেশজুরে খ্যাতি ছড়ানো রাঙামাটি-কাপ্তাই সড়কে উদ্বোধন হলো ‘নীলাম্বরী’ নামের এক ভিউ পয়েন্ট। ‘আই লাভ রাঙামাটি’ লেখা বর্ণিল এই স্থানটিতে রবিবার বিকেলে একটি গাছের চারাও রোপন করেন উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন,রাঙামাটি সদর সার্কেলের এএসপি মো. জাহিদুল ইসলাম। এই ভিউ পয়েন্টটি মূলত পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন সদর উপজেলা এলজিইডির সহযোগিতায় রাঙামাটির সদর উপজেলারই নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
রাঙামাটি সদর এলজিইডি প্রকৌশলী প্রনব রায় চৌধুরী বলেন, আগে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়ক ২০১৭ সালের পাহাড় ধসে বিভিন্নস্থানে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এই সড়কে আরও দৃষ্টিনন্দন করার জন্য সড়কটির প্রসস্থ বাড়ানো হয়েছে। সাথে সাথে উচুনিচু কমাতে কিছু স্থানে সেতু নির্মাণ করা হয়েছে। যার ফলে কাপ্তাই হয়ে বান্দরবান যোগাযোগ সহজ হয়েছে। সাথে সাথে এই সড়কের প্রচুর স্থানীয় ও বাহিরের পর্যটকদের আনাগোনা বেড়েছে। একই সাথে আসে পাশে প্রচুর রিসোর্ট তৈরি হয়েছে। যা এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই সড়কটি পর্যটকদের নতুন ঠিকানায় পরিণত হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য দারুন এই সড়কটি। এক পাশে বিশাল কাপ্তাই হ্রদ অন্যপাশে উচুউচু পাহাড় বাংলাদেশে এই ধরনের মনোরম দৃশ্য আছে বলে আমার মনে হয় না। মানুষের মঝে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই আমরা। তাই যারাই রাঙামাটি আসবেন তারা যেন ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন তাই এই ‘আই লাভ রাঙামাটি’ ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে।