মো. ইসমাইল, পানছড়ি ॥
দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলন মেলার আয়োজন করেছে পানছড়ি উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার সন্ধ্যার পর থেকে উপজেলার নিউ মার্কেট এলাকাতে শুরু হয় এই আয়োজন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া, আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে নেতাকর্মীদের নিয়ে এই মিলন মেলার অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.ওয়াজিবুল্লা।
বক্তারা বলেন, পূর্বে কি হয়েছে তা আর ব্যাখ্যা চাই না আমরা। আসুন এক ছায়াতলে দাঁড়িয়ে ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করি। সেই সাথে সুযোগ-সুবিধা সহ সকল সমস্যাগুলিও আমরা এক হয়ে মোকাবিলা করি। পরিশেষে পানছড়ি উপজেলা বিএনপি পরিবার এক হয়ে কাজ করতে চাই।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।