রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দুই বছর (২০২৫-২০২৭) মেয়াদের কার্যনির্বাহী কামিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর ও সহ-সভাপতি পদে হোটেল প্রিন্স এর মালিক নেছার আহমেদ নির্বাচিত হয়েছেন এবং পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৭ (সতের) জন পরিচালক নির্বাচিত হন। সর্বমোট ২০ (বিশ) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, নবনির্বাচিত সিঃ সহ-সভাপতি আলী বাবর ও নবনির্বাচিত সহ-সভাপতি নেছার আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর নবনির্বাচিত সভাপতি, সি:সহসভাপতি ও সহ-সভাপতি বিদায়ী সভাপতি আবদুল ওয়াদুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচিত পরিচালকরা এসময় উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচনী কর্মকর্তা মোস্তফা কামাল উদ্দিন আহমেদ, সহকারি নির্বাচনী কর্মকর্তা মোঃ শামীম জাহাঙ্গীর, সহকারি নির্বাচনী কর্মকর্তা আবু নাছের বিপ্লব এবং নির্বাচন কমিশনের সচিব শাব্বির আহম্মদ। নির্বাচনের ফল প্রকাশের পর বিদায়ী সভাপতি আবদুল ওয়াদুদ নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দুই বছর মেয়াদী নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সিঃ সহ-সভাপতি আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক পদে মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ কামাল উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশিদ মাতব্বর, মোঃ জহির উদ্দীন চৌধুরী, মোঃ মনিরুজ্জামান মহসিন রানা, মেহেদী আল মাহবুব, আবুল মনসুর ওবায়দুল্লাহ, মঈন উদ্দিন সেলিম, সফিকুল ইসলাম চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, হাজী জহির আহম্মদ, দেবজ্যোতি চাকমা, মোঃ আবদুল কুদ্দুছ, আবদুল মন্নান, মোঃ জসীম উদ্দিন, মোঃ শামীম খাঁন।
রাঙামাটি চেম্বারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
এর আগে ২৭ জানুয়ারি ২০ জনকে পরিচালক হিসেবে ঘোষণা করা হয়। এই ২০ জনের মধ্যে সভাপতি ও সিনিয়র সহসভাপতি,সহসভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় এই তিনজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগের কমিটিতে সভাপতি ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ,সিনিয়র সহসভাপতি ছিলেন পৌর আওয়ামীলীগের সেক্রেটারি হাজী মনসুর আলী ও সহসভাপতি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর। এবার আওয়ামীলীগের নেতারা মূল পদ থেকে বাদ পড়লেও সেখানে সহসভাপতি থাকা আলী বাবর সিনিয়র সহসভাপতি এবং পরিচালক হিসেবে থাকা নেসার আহমেদ সহসভাপতি হিসেবে এসেছেন। সাধারনত আওয়ামীলীগের আমলে মনোনীত চেম্বারের প্রতিটি কমিটিতে ২ জন আওয়ামীলীগ ও একজন বিএনপি নেতাকে সংযুক্ত করে মূল তিন পদের কমিটি ঘোষণা করা হলেও এবার মূল তিনপদের কোনটাতেই ঠাঁই মিলেনি দলটির কারোই !