শ্যামল রুদ্র, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় অবস্থিত পর্যটন লেকটি দীর্ঘ ১৭ বছর অবহেলিত থেকে একসময় গোচারণ ভূমিতে পরিণত হয়েছিল। অথচ কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন। অবশেষে সেই লেকটির রূপ ফিরিয়ে আনতে হাত লাগাল স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মহিউদ্দিন হারুন এবং যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা, আগাছা ও কচুরিপানা সরিয়ে লেকটির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা।
জানা যায়, ২০০১-২০০৬ সালে সাবেক সংসদ সদস্য ও উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে নির্মিত হয়েছিল এই দৃষ্টিনন্দন লেকটি। সে সময় উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঝুলন্ত সেতু, পেডল বোট, লাইট, রেলিং, বাউন্ডারি ও ফুল-ফলের গাছ বসিয়ে লেকটিকে সাজানো হয়েছিল। কিন্তু বিএনপি সরকারের পরবর্তী সময়ে লেকটির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ধীরে ধীরে এটি দূষণ এবং অবহেলায় পড়ে থেকে পরিণত হয় একখ- গোচারণ ভূমিতে।
পৌর যুবদলের সভাপতি জামাল শামিম বলেন, সরকারি কোনো সংস্থা নয়, শুধুমাত্র বিএনপির উদ্যোগেই এই লেকটি সংস্কার করা হচ্ছে। লেকের সৌন্দর্য, ইতিহাস কেউ টিকিয়ে রাখতে চায়নি। আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে উদ্যোগ নিয়েছি।
পৌর বিএনপির সভাপতি মহিউদ্দিন হারুন বলেন, আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার নিদর্শনকে সম্মান জানিয়ে বিএনপি, পৌর ও উপজেলা ইউনিটসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকলে মিলে একযোগে এই কাজ করছি। আমাদের এই উদ্যোগ দেখে আশা করি অন্যরাও এগিয়ে আসবে তাদের মজা পুকুর সংস্কার ও সংরক্ষণে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ জানান, একটি সময় এই লেক ছিল রামগড়ের গর্ব। কিন্তু বিগত সরকারের অবহেলায় এটি ধ্বংস হয়ে গেছে। এখন আমরা নিজেদের হাতে আবার নতুন করে সাজাতে শুরু করেছি।
উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, পর্যটন কেন্দ্র হিসেবে লেকটি একসময় খ্যাতি পেয়েছিল। বিএনপি পুনরায় ক্ষমতায় এলে লেকটির পূর্ণাঙ্গ উন্নয়ন হবে। আপাতত আমরা স্বেচ্ছাশ্রমে এটি পরিষ্কার করে যাচ্ছি, এবং এই অভিযান চলমান থাকবে।