নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির মাঝে হামলা ও ভাংচুরের শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহর। এ সময় আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি অবস্থানের কারণে জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। হামলা ও ভাংচুরের ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের তীর উভয় দলের।
বিএনপির অভিযোগ, খাগড়াছড়িতে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসার পথে নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলা হয়। বিএনপি ভাইস চেয়ারম্যানকে বহনকারী গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। হামলায় এই নেতা অক্ষত থাকলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন। সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা।
হামলার ঘটনায় ‘হতবাক হয়েছেন’ বলে মন্তব্য করেনআব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে মাটি নেই। এ হামলার ঘটনা ফ্যাসিস্ট সরকারের আলামত।
পুলিশের উপস্থিতিতে ‘হামলার ঘটনায়’ নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। জনসমাবেশে ভন্ডুল করতে ক্ষমতাসীনরা রাত থেকেই বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছে।
অবশ্য হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। পাল্টা অভিযোগে দাবি, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ ছিল আজ। সকাল থেকে নেতাকর্মীরা সংগঠনের কার্যালয়ে আসতে থাকেন। এরই মধ্যে বিএনপির একটি মিছিল বিনা উস্কানিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে স্লোগান দিলে নেতাকর্মীরা তা প্রতিহত করে। পরে নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিএনপির নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন।
এ হামলার পর শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে থানায় অভিযোগ দায়ের করতে কেউ আসেনি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।