বিশেষ প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিন নৌকা ডুবির তিনদিন পর নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া বাসিন্দা লংবে খুমী (৪৫), চয়অং খুমী পাড়া বাসিন্দা ছাই খুমি (৩০)। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, গতবুধবার সন্ধ্যায় জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া এলাকার নয় জন যাত্রী নিয়ে সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত একটি নৌকা পানির স্রোতে পাথরের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ৩ জন যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তিনদিন পর শনিবার সকালে অপর ২ পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন জানান, নৌকা ডৃবিতে নিখোঁজ ৩ জনের লাশ পাওয়া গেছে। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমে এককন নিখোঁজ নারীর এবং পরে পুরুষ দুজনের মৃতদেহ পাওয়া গেছে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায়।