সাইফুল হাসান
রাঙামাটিতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী পথসভায় বক্তব্য রেখে দল থেকে বহিষ্কার হলেন তিনবার নির্বাচিত এক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র,যিনি দলটির রাঙামাটি পৌর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হেলালউদ্দিনকে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সার এর ডিলার হিসেবে পরিচিত মোঃ হেলালউদ্দিন রাঙামাটি পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সর্বশেষ রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল শুক্রবার বিকালে রাঙামাটি শহরের রিজার্ভবাজারে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের একটি নির্বাচনীয় সভায় তিনি বক্তব্য রাখারা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব ও গণমাধ্যম কর্মীদের কাছে সেই ভিডিও প্রেরণ করে নিজেদের ক্ষোভের কথা জানান।
এই বিষয়ে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি কাউন্সিলর হেলালের সাথে। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নির্বাচনী সভাটির আয়োজক ছিলো একতা শ্রমিক কল্যাণ সমিতি নামের একটি সংগঠন,যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে হেলালকে নৌকার পক্ষে সরাসরি ভোট চাইতে দেখা না গেলেও দীপংকর তালুকদারকে এগিয়ে রাখার অনুরোধ জানাতে শোনা যায়।