কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বুধবার (২১ আগষ্ট) বেলা ১টায় তিনি প্রতিষ্ঠানে লিখিত ভাবে পদত্যাগ করে প্রতিষ্ঠান ত্যাগ করেছেন।
এর আগে সকাল থেকে অত্র প্রতিষ্ঠানের আরেক শিক্ষক এজাবুর আলম এর পদত্যাগের দাবীতে বিক্ষোভে নামে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্ট এর শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার থামাতে আসলে তাঁর বিরুদ্ধেও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং পদত্যাগ দাবী করেন। এদিকে অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এদিকে পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও আন্দোলন বড় আকার ধারণ করলে এবং শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। এছাড়া আরেক শিক্ষক এজাবুর আলমকেও ইতিমধ্যে কাপ্তাই বিসএসপিআই থেকে বদলি করে সংযুক্তি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এবং বিষয়টি কাপ্তাই বিএসপিআই কতৃপক্ষ নিশ্চিত করেছে।