ইয়াছিন রানা সোহেল
পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে উৎযাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় বলা হয়, আগামী ১০ অথবা ১১ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার উপর নির্ভর করবে কোনদিন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় রাঙামাটিতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী, ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ দিদারুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, জেলা জাতীয় পার্টির সভাপদিত হারুন মাতব্বর প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌর কাউন্সিলর, জেলা শহরের সকল মসজিদের ইমামগন এসময় উপস্থিত ছিলেন।