জিয়াউল জিয়া॥
রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনতামূলক কর্মসূচি পালন করে রাঙামাটি পৌরসভা।সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বনরুপা পর্যন্ত এই প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কালায়ন চাকমা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, কনজারভেন্সি ইন্সেপেক্টর দোলন বড়ুয়া, সুপারভাইজার বিপ্লব তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় শহরের বিভিন্ন দোকানে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখা, নির্ধারিত সময়ের পরে সৃষ্ট বর্জ্য নিজ দায়িত্বে সংরক্ষণ রাখা, বাড়ির
ময়লা আবর্জনা কাপ্তাই হ্রদে না ফেলা হ্রদে সৌন্দর্য রক্ষার্থে সকলের সহযোগিতা চাওয়া হয়।
অভিযান শেষে রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, রাঙামাটি পর্যটন শহরে এই শহরে প্রতিদিন প্রচুর পর্যটকরা বেড়াতে আসে। এই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরী। শহর অপরিচ্ছন্ন থাকলে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। পৌরসভা থেকে প্রতি মাসে এই পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে। এর পরও আইন না মানলে বা ব্যাতয় হলে পৌরসভা আইনে
ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।