মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ৯০ বছর বয়সী মো. আব্দুল মান্নান শেষ বয়সেও জীবনযুদ্ধে টিকে রাখার লড়াইয়ে রয়েছেন। বয়সের ভার এবং অর্থনৈতিক সংকটে পড়া এই বৃদ্ধ স্ত্রী’কে নিয়ে বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে আশ্রয় নিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে তারা চরম দারিদ্র্যের মুখোমুখি, যেখানে তাদের দৈনন্দিন চলাফেরার খরচ মেটানোও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আব্দুল মান্নানের দুই ছেলে ও তিন মেয়ে থাকলেও, তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত এবং মৃগী রোগে আক্রান্ত হওয়ায় বাবা-মায়ের পাশে দাঁড়াতে অক্ষম। একসময় তার স্ত্রী বকুল বেগম আনারস বাগানে দিনমজুরি করে সংসার চালাতেন। কিন্তু এখন বয়স ও অসুস্থতার কারণে তিনিও কাজ করতে অক্ষম। বর্তমানে তাদের খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে স্থানীয়দের সাহায্যের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে।
স্থায়ী আশ্রয়ের আকুতি আব্দুল মান্নান জানান, তাদের জীবনে কোনো স্থায়ী আশ্রয় নেই। পরিত্যক্ত ঘরে বাস করলেও সেখানে ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা নেই। তিনি বলেন, একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হলে আমাদের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটতে পারে। সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রশাসনের কাছে আবেদন, দয়া করে আমাদের পাশে দাঁড়ান।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ব্যক্তিগতভাবে যতটুকু পারছি সাহায্য করছি। কিন্তু দীর্ঘমেয়াদে এটি সম্ভব নয়। তাদের দৈনন্দিন খরচ ও আশ্রয়ের জন্য প্রশাসন এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
বৃদ্ধ আব্দুল মান্নানের মানবেতর জীবনযাপনের কথা শুনে নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অসহায় আব্দুল মান্নান এবং তার পরিবারের কষ্টের কথা শুনে আমি অত্যন্ত মর্মাহত। তাদের জন্য যথাসাধ্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। এখন সময় এসেছে সমাজের সকল হৃদয়বান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগে এই বৃদ্ধ দম্পতির জীবনে স্বস্তি ফিরিয়ে আনার।