মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে মনিটরিং ও সুপার ভিশন নিশ্চিত করার লক্ষ্যে ‘ইন্ট্রোডেসিং কমপ্লিয়ান্স কালচার ফর ফিল্ড ওয়ারকার্স’ শীর্ষক আঞ্চলিক পর্যায়ের এক কর্মশালা শনিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাঃ মোঃ মঈন উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ ফজলুল হক, সিসিএসডিএফ এর প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মাহমুদুর রহমান, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা,রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম শাহনেওয়াজ ।
কর্মশালায় মূল ধারনাপত্র উপস্থাপন করেন মায়ের স্বাস্থ্য প্রকল্প পেইজ-টু প্রজেক্টের পিএম মোহাম্মদ আজমল হোসেন ।
কর্মশালায় জানানো হয়, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ৩৩ ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন এবং তারা মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সকল কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই সব কাজের যথাযথ মনিটরিং ও সুপারভিশন নিশ্চিত করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কর্মশালায় তিন পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleমাটিরাঙ্গায় সেলাই মেশিন বিতরণ
Next Article পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের জন্য ১০২ কোটি টাকা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.