‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সনাক রাঙামাটির কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার’র সভাপতিত্বে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলো।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের পরিবেশ আজ দিনে দিনে পরিবর্তন হতে শুরু করেছে। যার প্রভাব স্বরুপ বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। এই দুর্যোগের প্রধান কারণ হচ্ছে পরিবেশ পরিবর্তন। আজ গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে কিন্তু সে তুলনায় তেমন কোন গাছ লাগানো হচ্ছে না। এছাড়া কারখানার বিভিন্ন বর্জ্যরে কারণে পরিবেশ দুষণ হচ্ছে। এই দুষণ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও বক্তারা মন্তব্য করেন।