থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি পর্যটক পথ প্রদর্শক, হোটেল, মোটেল, রিসোর্ট মালিক ও কর্মচারী, বোট চালক, হালকা ও ভারী যানবহনসহ পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পর্যটকদের ভ্রমণ নিরাপত্তা, শৃঙ্খলা, গুণগতমানসম্পন্ন আচরণ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা পর্যটকদের সাথে খারাপ আচরণ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারিও দেন তিনি। রবিবার থানচি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউএনও। প্রায় নয় মাস পর গত ১৪ জুলাই থেকে থানচি ও রুমাতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিলের পর স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হকসহ পর্যটনসংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।