বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবান দীর্ঘদিন পর পর্যটন খুলে দেয়ায় পর্যটকদের বরণে হোটেল-রিসোর্ট-রেস্টুরেন্ট-ও পরিবহন সবমিলিয়ে মাসব্যাপী বিভিন্ন ছাড়ের ঘোষণা দিয়েছে। এরমধ্যে আবাসিক হোটেলে ৩৫%, রিসোর্টে ২৫%, রেস্টুরেন্টে ১০% ও রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০% ছাড় ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে সাড়ে দশটায় জেলা পর্যটন সংশ্লিষ্ট সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নভেম্বর মাসব্যাপী বিশেষ ছাড়ের এ ঘোষণা দেন। স্থানীয় হোটেল গ্র্যান্ডভ্যালি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট জিপগাড়ি মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ন্যাচারাল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গণি, কিউবি রিসোর্টের সত্ত্বাধিকারী মফিজুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।
বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পর্যটন সংশ্লিষ্ট জেলা সদরের ১৭টি সংগঠন পর্যটকদের বরণে ঐক্যবদ্ধ হয়েছেন। অতীতে পর্যটন ব্যবসায়ীরা ছাড় দেন অফ টাইমে। কিন্তু নভেম্বর মাসে পর্যটনের ভরা মৌসুমে বিশেষ ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পর্যটকরা ছাড়ের সুবিধা গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা। ছাড়ের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সংগঠন।
পর্যটন সংশ্লিষ্ট সমন্বয় পরিষদের সভাপতি নাছিরুল আলম বলেন, দীর্ঘদিন পর চারটি উপজেলায় পর্যটন খুলেছে এটি অত্যন্ত আনন্দের খবর। তাই পর্যটকদের বরণে ঐক্যবদ্ধ পর্যটন সংশ্লিষ্টরা ছাড় ঘোষণা করেছেন। প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত পর্যটন স্পটগুলোতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে বলে সংশ্লিষ্টরা আমাদের আশ্বস্ত করেছেন। পর্যটকরা যেন ভ্রমণে এসে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন প্রশাসন।
এদিকে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বান্দরবান সদর, আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শণীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। অনিবার্য কারণবশত গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। এ বিধিনিষেধ ৬ নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার থেকে পর্যটন ভ্রমণের জন্য উন্মুক্ত করা হল চারটি উপজেলা। রুমা, থানচি ও রোয়াংছড়ি বাকি তিনটি উপজেলার সাময়িক বিধিনিষেধও ধাপে ধাপে খুলে দেয়া হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার।
বান্দরবানের পুলিশ শহীদুল্লাহ্ কাওছার বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ সরকারের সবগুলো নিরাপত্তা সংস্থায় কাজ করছেন পাহাড়ে। সেকারণে ভ্রমণকারী পর্যটকদেরও তথ্য উপাত্ত দিয়ে এবং সরকারের বিধিনিষেধ গুলো মেনে আইন-শৃঙ্খলা বাহিনীদের সহযোগিতার পরামর্শ দেন।